পাহাড়কে অস্থিতিশীল করার পরিকল্পনা হচ্ছে: সেনা কর্মকর্তা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১
পাহাড়কে অস্থিতিশীল করার পরিকল্পনা হচ্ছে: সেনা কর্মকর্তা
বার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ অভিযোগ করেছেন, একটি ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড়কে অশান্ত করা হচ্ছে। এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত। তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে বৃহৎ পরিকল্পনা করছে।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


জাতীয় নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, সামনে দেশে অনেক বড় কিছু বিষয় রয়েছে, যেগুলো বানচালের জন্য ইউপিডিএফ এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।


তিনি আরও বলেন, খাগড়াছড়ির ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড়কে অশান্ত করার পরিকল্পনা করছে ইউপিডিএফ। এটা তাদের বৃহৎ পরিকল্পনার অংশ। এ ঘটনার রেশ তিন পার্বত্য জেলায়ও পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com