উত্তরের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ
পূজার ছুটিতে ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১
উত্তরের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হঠাৎ বাস বন্ধ করে দেয়ায় শুক্রবার সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, শত শত যাত্রী টিকিট কাউন্টারে এসে গন্তব্যে যেতে না পেরে ফিরে যাচ্ছেন। কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত দিলেও দুর্গাপূজা ও ছুটির দিন সামনে থাকায় যাত্রীচাপ বেড়েছে, কিন্তু পর্যাপ্ত পরিবহন পাচ্ছেন না তারা।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে রাজশাহী-ঢাকা রুটে চালক প্রতিটি ট্রিপে ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং সহকারী ৪০০ টাকা পান। শ্রমিকদের আন্দোলনের পর গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক-শ্রমিক বৈঠকে সিদ্ধান্ত হয়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে চালককে ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজারকে ৭৫০ টাকা ও সহকারীকে ৭০০ টাকা দেয়া হবে। কিন্তু নির্ধারিত দিন বাস্তবায়নের আগে মালিকপক্ষ বেশি টাকা দেয়া সম্ভব নয় জানিয়ে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়।


রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘আলোচনার মাধ্যমে মালিক-শ্রমিক মিলে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বাস্তবায়নের আগেই ঘোষণা ছাড়াই বাস বন্ধ করা ন্যাক্কারজনক। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। মালিকপক্ষ যাত্রীদের সঙ্গে ছিনিমিনি খেলেছে।’ তবে মালিকপক্ষ এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। অন্যদিকে একতা ট্রান্সপোর্টের বাসগুলো রাজশাহী-ঢাকা রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com