দমানো যাচ্ছে না আওয়ামী লীগের মিছিল, আগাম তথ্য চায় পুলিশ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১
দমানো যাচ্ছে না আওয়ামী লীগের মিছিল, আগাম তথ্য চায় পুলিশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গ্রেফতার আতঙ্কের মধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বেড় করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। চলতি মাসে অন্তত ৪০টি ঝটিকা মিছিল করেছে দলটি। এবং মিছিল থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী গ্রেফতার করা হয়। এসব কর্মীর অধিকাংশই ঢাকার বাইরের। এদের ৪০ শতাংশই জামিন পেয়ে আবারও মিছিলে যোগ দিচ্ছে অভিযোগ পুলিশের।


এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এবং এসব মামলার অভিযোগপত্র যথা সময়ে দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সদরদপ্তর। ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এরই মধ্যে মোহাম্মদপুরের সহকারী কমিশনারসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারও করেছে ডিএমপি।


জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্তত ৪০টি ঝটিকা মিছিল থেকে অন্তত দুই শ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।


ডিএমপি মিডিয়া সেলের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এ ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না। ইতোমধ্যে আপনারা দেখেছেন ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থ সহায়তাকারীসহ অনেককে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি।


মিছিলের অভিযোগে গ্রেফতার অনেকে ৭ থেকে ১৫ দিনের মধ্যে জামিনে মুক্তি পেয়ে আবারও মিছিলে যোগ দিচ্ছে। আর গ্রেফতারকৃত বেশিরভাগই ঢাকার বাইরের।


তালেবুর রহমান বলেন, ‘যারা গ্রেফতার হয়েছে, এদের ভেতরে আমরা লক্ষ করেছি অনেকে ঢাকায় থাকেন না। তারা অনেকেই ঢাকার বাইরে থেকে এসে এসব মিছিলে অংশগ্রহণ করেছেন, অথবা চলে গেছে। অনেকে অর্থের বিনিময়ে ঢাকার বাইরে থেকে এসে এসব মিছিলে অংশগ্রহণ করেছেন।’



এদিকে বুধবার বিকেলে রাজধানীর মিন্টোরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেসনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আমরা আগাম তথ্য পেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা কার্যকরভাবে মোকাবেলা করতে ও তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।


তিনি আরও বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এ বছরের ১০মে রাজনৈতিক দলটির সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com