মিয়ানমারে পণ্য পাচারের সময় আটক ১১
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪
মিয়ানমারে পণ্য পাচারের সময় আটক ১১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।


সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।


এতে বলা হয়, নিয়মিত টহলের অংশ হিসেবে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একটি কাঠের বোটকে ধাওয়া করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। পরে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম থেকে এফবি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১ নামের বোটটি আটক করা হয়। এসময় একটি কাঠের বোটসহ বিপুল পরিমাণ পণ্যসামগ্রী জব্দ ও বোটে থাকা ১১ পাচারকারীকে আটক করা হয়।


পরে বোট তল্লাশি করে আলু ১৫ হাজার কেজি, রসুন ৭৫০ কেজি, ময়দা ২ হাজার ৫০০ কেজি, মসুর ডাল ২ হাজার ৫০০ কেজি, কোমল পানীয় ১৪ হাজার ৪০০ বোতল (টাইগার/স্পিড), গ্যাস লাইটার ৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, তিনটি মোবাইল ফোন, একটি বাইনোকুলার, একটি কম্পাস এবং ৪০০ ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়।


আটককৃত পাচারকারী, বোট ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com