মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মিশন খোলার বিষয় খসড়া পর্যায়ে আছে
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৯:৩৯
মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মিশন খোলার বিষয় খসড়া পর্যায়ে আছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) একটি মিশন শাখা হতে যাচ্ছে। এটি এখনো খসড়া পর্যায়ে আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।


কোন শর্তে ঢাকায় ওএইচসিএইচআর অফিস দেওয়া হচ্ছে— এমন প্রশ্ন রাখা হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, এখনো এটা খসড়া পর্যায়ে আছে। খসড়া আদান-প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পর্ণ এগ্রিড ড্রাফটে আসবে যেটাতে একটি শব্দও পরিবর্তন করতে হবে না, তখন আমরা সই করব। তখন আপনাদের বিস্তারিত বলতে পারব। তার আগে খসড়া পর্যায়ে আমাদের এটা নিয়ে আলাপ না করাই ভালো।


বাংলাদেশে জাতিসংঘের ওএইচসিএইচআর একটি মিশন শাখা হতে যাচ্ছে। যার সমোঝতা স্মারক সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।


এদিকে বাংলাদেশে জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়কারীর নাম প্রস্তাব করা হয়েছে। জাতিসংঘের নতুন প্রতিনিধিকে নিয়ে ঢাকার অস্বস্তি আছে কিনা— জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের পক্ষ থেকে এগ্রিমো দিতে হবে। আমরা এখনো এগ্রিমো প্রসেস করিনি। কাজেই প্রসেস হোক, তারপর এটার জবাব।


প্রসঙ্গত, বর্তমানে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন গোয়েন লুইস।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com