রাজবাড়ীতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উদ্‌যাপন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৬:০৪
রাজবাড়ীতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উদ্‌যাপন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৩ সকালে) কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকালে তার সমাধীস্থল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে পুষ্পমাল্য অর্পণ করে, বাংলা একাডেমি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন।


পরে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলা অ্যাকাডেমির সচিব ড. মো. সেলিম রেজা । বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলা একাডেমীর পরিচালক সমীর কুমার সরকার। অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।


সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়।


সাহিত্যিক মীর মশাররফ হোসেন রত্বনতী, বসন্তকুমারী, জমিদার দর্পণ, গড়াই ব্রীজ বা গৌড়ী সেতু, এর উপায় কি (প্রহসন) বিসাদসিন্ধুসহ ৩৭ টি গ্রন্থ্য, নাটক, কবিতা রচনা করেছেন।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com