
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
শনিবার (১৩ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আর্টিলারি হামলা চালায়। এর মধ্যে আল-ওয়াজ্জানি এলাকা এবং আল-মাজিদিয়াহর আশপাশে গোলাবর্ষণের তথ্য পাওয়া গেছে।
পৃথক আরেক ঘটনায় দক্ষিণ লেবাননের রাস আল-নাকুরা উপকূলে লেবানিজ জেলেদের নৌকার দিকে ইসরাইলি নৌযান থেকে গুলি ছোড়া হয়।
এছাড়া, একটি ইসরাইলি বিমান লেবানিজ একটি মাছ ধরার নৌকার কাছে বোমা নিক্ষেপ করে, যা যুদ্ধবিরতি চুক্তির আরেকটি স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]