হংকংয়ে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৫
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৬:০৫
হংকংয়ে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হংকংয়ের তাই পো শহরের আবাসন কমপ্লেক্সের একাধিক বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। আরও ২৭৯ জন এখনো নিখোঁজ রয়েছেন এবং শতাধিক মানুষ আহক হয়েছেন বলে নিশ্চিক করেছে কতৃপক্ষ। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


দেশটির দমকল বিভাগ তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, উঁচু ভবনে আগুন লেগে একজন দমকলকর্মীসহ কমপক্ষে ৫৫ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২৩ জন, যাদের মধ্যে আট দমকলকর্মীও রয়েছেন। আরও প্রায় ২৭৯ জন এখনও নিখোঁজ রয়েছেন।


হংকংয়ের সরকারের এক বিবৃতিতে অনুযায়ী, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৫১ মিনিটে তাই পো জেলার ‘ওয়াং ফুক কোর্ট’ নামে আবাসন কমপ্লেক্সে এই আগুনের ঘটনা ঘটে। একটি ভবনের সংস্কার কাজে ব্যবহৃত বাঁশের ভারা থেকে আগুনের সূত্রপাত হয় এবং অন্যান্য ভবনগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।


এদিকে দমকল বিভাগের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াং ফুক কোর্টের সাতটি আবাসিক ভবনের মধ্যে চারটিতে আগুন পুরোপুরি নেভানো হয়েছে। বাকি তিনটি ভবনে আগুন জ্বলছে, তবে তা নিয়ন্ত্রণে রয়েছে বলে দমকল বিভাগ জানিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চারটি ড্রোন মোতায়েন করা হয়েছে।


দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ৩০০ টিরও বেশি অগ্নিনির্বাপক ইঞ্জিন, উদ্ধারকারী যানবাহন এবং ১ হাজার ২৫০ জন অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন।


প্রসঙ্গত, মোট আটটি ভবন নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে ২ হাজারের বেশি আবাসিক ইউনিট রয়েছে, যেখানে ৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ বসবাস করতেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com