
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সোমবার আধাসামরিক বাহিনী- ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। পুলিশ ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, হামলায় অন্তত তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং তিনজন এফসি কর্মী শহীদ হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন, যার মধ্যে দুইজন এফসি কর্মীও রয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়ান সাঈদ আহমাদ জানান, তিনজন আত্মঘাতী বোমাকারী সদর দফতরে প্রবেশের চেষ্টা করেছিল। তিনি বলেন, ‘একজন হামলাকারী মূল গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, আর দুইজন কমপাউন্ডের ভিতরে ঢুকে পড়ে।’
ড. সাঈদ জানান, এফসি কর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করে দুইজনকে কমপাউন্ডের ভিতরে হত্যা করে। শেষ পর্যন্ত তিনজন আত্মঘাতী বোমাকারীই নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলির সময় নিহত হন।
ড. সাঈদ আরও বলেন, এফসি কর্মীদের সময়মতো প্রতিক্রিয়ার কারণে হামলাকারীরা বড় ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি। সদর এলাকা ঘিরে রাখা হয়েছে এবং রাস্তা বন্ধ করে ট্রাফিক বিকল্প পথে পরিচালিত করা হয়েছে। নিরাপত্তা সংস্থা একটি ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে যাতে আরও কোনো হুমকি না থাকে।
২ সালের নভেম্বর সরকার সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে তেহরিক–ই–তালেবান পাকিস্তান–টিটিপি নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ওপর হামলার ঘোষণা দেওয়ার পর এসব ঘটনার হার আরও বাড়ে।
গত সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় এফসি সদর দপ্তরে হামলার চেষ্টা নস্যাৎ করে ছয়জন সৈন্য নিহত এবং পাঁচজন হামলাকারী মারা যায়।
পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এ হামলা ‘ইন্ডিয়ান প্রক্সি ফিতনা–আল–খাওয়ারিজ’ নামের একটি গোষ্ঠী চালায়। সরকার যেটিকে নিষিদ্ধ টিটিপি–সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বর্ণনা করতে ব্যবহার করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]