ইসরায়েলি আগ্রাসন চলছেই
যুদ্ধবিরতিতে গাজায় নবজাতকসহ ৬৭ শিশুকে হত্যা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:৪৯
যুদ্ধবিরতিতে গাজায়  নবজাতকসহ ৬৭ শিশুকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় শুধু অন্তত ৬৭ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।


স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, ‘নিহতদের মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়িতে বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় এক নবজাতক কন্যাশিশু। এছাড়াও এক দিন আগে ইসরাইলি বাহিনীর বিভিন্ন স্থানে চালানো হামলায় আরও সাত শিশু নিহত হয়।


তিনি আরও বলেন, আমরা বহুবার বলেছি, এগুলো শুধুমাত্র সংখ্যা নয়। প্রতিটি শিশু ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন যা হঠাৎ করেই সহিংসতায় শেষ হয়ে গেছে।


২০২৩ সালে অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর ৬ হাজার ৪০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানায় জাতিসংঘ।


এদিকে যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরাইলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। শুক্রবার গাজা উপত্যকার তুফ্ফাহ ও শুজাইয়ার মতো উত্তরের এলাকাগুলোতে ৩০০ মিটার ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে ইসরাইলি সাঁজোয়া যান।


গাজা সিটি কর্তৃপক্ষ বলছে, ইয়েলো লাইন পশ্চিম দিকে ঠেলে সামরিক অঞ্চল ইচ্ছাকৃতভাবে বড় করছে দখলদার বাহিনী। এতে নিরাপদ ভেবে থাকা পরিবারগুলো আবারও বাস্তুচ্যুত হচ্ছে।


অন্যদিকে পূর্ব জেরুজালেমের কাফর আকাবে ফিলিস্তিনি কিশোরদের গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। নাবলুসের কাছে থাকা এক বাসিন্দাকে বাড়িতে ঢুকে গুলি করে লাশ নিয়ে যায় সেনারা। রেড ক্রিসেন্টের সদস্যদেরও ঘটনাস্থলে ঢুকতে দেয়নি তারা।


সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তুবাস, জর্ডান ভ্যালি, বেথলেহেম সব জায়গায় রাতভর অভিযান, গ্রেফতার আর টিয়ার গ্যাসে অসুস্থ মানুষদের সংখ্যাও বাড়ছে। এছাড়া অবৈধ ইসরাইলি বসতিস্থাপনকারীরা হুওয়ারা ও আবু ফালাহ এলাকায় বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com