
দিল্লির লালকেল্লার কাছে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় একটি গাড়িতে এই উচ্চক্ষমতার বিস্ফোরণ ঘটে। এরপর আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এনডিটিভির খবরে বলা হয়, মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে, এতে কাছাকাছি থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়।
দিল্লির দমকল বিভাগ (ডিএফএস) এক বিবৃতিতে জানায়, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার পরে তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং ক্ষয়ক্ষতি হয়।
এদিকে, বিস্ফোরণের পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের সূত্র জানায়, ‘এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]