যুক্তরাষ্ট্রে শাটডাউন অব্যাহত, আরও ৪ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:০৪
যুক্তরাষ্ট্রে শাটডাউন অব্যাহত, আরও ৪ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সতর্ক করে বলেছেন, চলমান সরকারি কার্যক্রমে স্থবিরতা (শাটডাউন) অব্যাহত থাকলে তিনি দেশজুড়ে ফ্লাইটের সংখ্যা ২০ শতাংশ পর্যন্ত কমাতে বাধ্য হতে পারেন।


স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) এ সতর্কতা দেন তিনি, যখন দেশটির এয়ারলাইনগুলো সরকার ঘোষিত অভূতপূর্ব ফ্লাইট হ্রাসের নির্দেশনা বাস্তবায়নে হিমশিম খাচ্ছে।


ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এরই মধ্যে ৪০টি প্রধান বিমানবন্দরে শুক্রবার থেকে ৪ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে। এই কাটছাঁটের পরিমাণ ১৪ নভেম্বরের মধ্যে ১০ শতাংশে পৌঁছাবে বলে জানানো হয়েছে।


শুক্রবার এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অনুপস্থিতির কারণে আটলান্টা, সান ফ্রান্সিসকো, হিউস্টন, ফিনিক্স, ওয়াশিংটন ডিসি ও নিউয়ার্কসহ অন্তত ১০টি বিমানবন্দরে শত শত ফ্লাইট বিলম্বিত হয়।


ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এরই মধ্যে ৪০টি প্রধান বিমানবন্দরে শুক্রবার থেকে ৪ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে। এই কাটছাঁটের পরিমাণ ১৪ নভেম্বরের মধ্যে ১০ শতাংশে পৌঁছাবে বলে জানানো হয়েছে।


শুক্রবার এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অনুপস্থিতির কারণে আটলান্টা, সান ফ্রান্সিসকো, হিউস্টন, ফিনিক্স, ওয়াশিংটন ডিসি ও নিউয়ার্কসহ অন্তত ১০টি বিমানবন্দরে শত শত ফ্লাইট বিলম্বিত হয়।


ট্রাম্প প্রশাসন কংগ্রেসের ডেমোক্র্যাটদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে, যাতে তারা রিপাবলিকানদের তহবিল পরিকল্পনাতে সম্মতি দেন এবং সরকারের কার্যক্রম পুনরায় চালু হয়।
এই চাপের অংশ হিসেবেই বিমান চলাচল অচল হওয়ার আশঙ্কা তুলে ধরা হয়েছে বলে বিশ্লেষকদের মত।


ডেমোক্র্যাটদের অভিযোগ, রিপাবলিকানরাই এই স্থবিরতার জন্য দায়ী, কারণ তারা স্বাস্থ্য বীমা ভর্তুকি বাড়ানোর বিষয়ে আপস করতে রাজি নয়।


সচিব ডাফি সাংবাদিকদের বলেন, যদি পরিস্থিতি আরও খারাপ হয় এবং বেশি কন্ট্রোলার কাজে না আসেন, তাহলে আমাদের হয়তো ২০ শতাংশ পর্যন্ত ফ্লাইট কমাতে হবে। আমরা আকাশপথের তথ্য বিশ্লেষণ করবো এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com