
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চালানো ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৯ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। এই হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এক বিবৃতিতে ফ্রান্স বলেছে, গাজায় যুদ্ধবিরতি চরম হুমকিতে আছে।
হামাস উপত্যকার শাসনভার ছেড়ে দেয়ার ইচ্ছা প্রকাশের পরও এমন হামলাকে হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এছাড়া হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ইরান ও জাতিসংঘ। এদিকে ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইল।
এবারের যুদ্ধবিরতি স্থায়ী হবে এমন আশায় বুক বেধে থাকা ফিলিস্তিনিদের রক্তে আবারো লাল হলো গাজা। চুক্তি লঙ্ঘন করে আকাশপথে চালানো ইসরাইলি হামলায় বেড়েছে হতাহতের সংখ্যা। হাসপাতালে আবারো ভিড় আহতদের। ফের কান্নায় ভারি হয়ে উঠেছে উপত্যকা।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেছেন, চুক্তি ভেঙে এ ধরনের হামলা হতাশাজনক। তিনি বলেন, গাজা শাসনের ইচ্ছা ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছে হামাস। কাতার চেষ্টা করছে তাদের অস্ত্রত্যাগে রাজি করাতে।
ইসরাইলি হামলার পর ফ্রান্স উদ্বেগ জানিয়ে বলেছে, গাজায় যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। এক বিবৃতিতে তারা জানায়, গাজার স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখার চেষ্টা করছে প্যারিস।
ইরান বলেছে, ইসরাইল গাজা ও লেবাননে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে বাধা দিতে চায় তেল আবিব।
গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘও। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতি বজায় রাখার ও মানবিক সহায়তা ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চলমান কূটনৈতিক প্রচেষ্টা, বিশেষ করে মিশর, কাতার, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রশংসা করেছেন।
এদিকে গাজায় ফের হামলা চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখেই ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।
প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজের দাবি, কারাগারে বন্দি ফিলিস্তিনিদের সঙ্গে রেড ক্রসের সদস্যরা দেখা করলে ইসরাইলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে গোয়েন্দাদের কাছে এমন তথ্য আছে।
তার এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে হামাস বলেছে এটি বন্দিদের মানবাধিকারের লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোকে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]