
আফগানিস্তানে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে এ ভূমিকম্পে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৫ টা ৯ মিনিটে এ আঘাত হানে বলে জানিয়েছে জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস)। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে ছিল।
এর আগে, গত মঙ্গলবার ভোরে আফগানিস্তানে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এছাড়াও, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় উত্তর আফগানিস্তানে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা চতুর্থ ভূমিকম্প এবং ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্প।
উল্লেখ্য, অগভীর ভূমিকম্প সাধারণত গভীর ভূমিকম্পের চেয়ে বেশি বিপজ্জনক। কারণ অগভীর কম্পন থেকে উৎপন্ন ভূমিকম্পের তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছানোর জন্য কম দূরত্বের হয়, যার ফলে ভূমিকম্প আরও তীব্র হয়।
এতে, বেশি হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কাও বেশি থাকে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]