
যুদ্ধবিরতি হওয়ার পরও ফিলিস্তিনের গাজায় এখনও অনাহারে এক-চতুর্থাংশ মানুষ। এদের মধ্যে ১১ হাজারের বেশি গর্ভবতী নারী রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এমন তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
জাতিসংঘ জানিয়েছে, গাজার এক-চতুর্থাংশ মানুষ এখন অনাহারে। খাদ্যসংকটে থাকা মানুষের মধ্যে ১১ হাজারের বেশি গর্ভবতী নারী রয়েছে। নবজাতকদের ৭০ শতাংশই অপুষ্টিতে ভুগছে এবং অপরিণত অবস্থায় জন্ম নিচ্ছে। ইউএনএফপিএ জানিয়েছে, বিদ্যমান এ অপুষ্টির প্রভাব আগামী কয়েক প্রজন্মব্যাপী এর প্রভাব থাকবে।
ডব্লিওএইচও'র মহাপরিচালক টেডরস আধানম গেব্রেইয়েসুস বলেন, যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা মানুষের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিওএফপি) জানিয়েছে, প্রতিদিন দুই হাজার টন খাদ্য প্রবেশের লক্ষ্য থাকলেও বর্তমানে মাত্র ৭৫০ টন খাদ্য গাজায় পৌঁছাচ্ছে। কেবল দুটি সীমান্ত ক্রসিং খোলা থাকায় প্রয়োজনের তুলনায় কম ত্রাণ আসছে।
এছাড়াও ৪১টি আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে মানবিক সাহায্য প্রদানে বাধা দেওয়ার অভিযোগ করেছে। এসব সংস্থার মধ্যে অক্সফাম ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে, ১০ থেকে ২১ অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক এনজিওগুলোর ৯৯টি এবং জাতিসংঘ সংস্থাগুলোর ছয়টি ত্রাণ অনুরোধ আবেদন বাতিল করেছে ইসরায়েল কর্তৃপক্ষ।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৬৮ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]