ফেরত এলো প্রবাসীদের ভূয়া ঠিকানার ৫৬০০ পোস্টাল ব্যালট
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:০৯
ফেরত এলো প্রবাসীদের ভূয়া ঠিকানার ৫৬০০ পোস্টাল ব্যালট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঠিকানা খুঁজে না পাওয়ায় বিদেশ থেকে ৫৬০০ পোস্টাল ব্যালট ফিরে এসেছে বলে জানিয়েছে, নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। ফেরত আসা পোস্টাল ব্যালটগুলোর মধ্যে মালয়েশিয়া থেকে ৪ হাজার ও ইতালি থেকে ফেরত এসেছে ১৬০০ পোস্টাল ব্যালট।


সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।


সানাউল্লাহ বলেন, ‘প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি।’


পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট আরেকজন দেয়ার সুযোগ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’


তিনি আরও বলেন, ‘পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা যা ভাঁজের মধ্যে পড়েছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com