বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৩৯
বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।


শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার এমদাদ–হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান (৭৫)। আরফান খান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন।


পুলিশ জানায়, সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে ফেরার পথে তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল বাসাইল কলেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কে হাঁটতে থাকা এক পথচারীর ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হন। আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com