ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার, আজ ফের শুরু বিপিএল
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:০৩
ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার, আজ ফের শুরু বিপিএল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নানা নাটকীয়তার পর ক্রিকেটারদের বয়কট প্রত্যাহারের পর আজ (১৬ জানুয়ারি) ফের শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।


এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি, সেগুলোই গড়াবে ১৬ জানুয়ারি। সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।


নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুনসহ শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সঙ্গে বিসিবির বৈঠক শেষে বিপিএল পুনরায় শুরুর সিদ্ধান্তের কথা জানান মিঠু। তিনি বলেন, সংশোধিত সূচি অনুযায়ী ১৫ জানুয়ারির দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির দুই ম্যাচ মাঠে গড়াবে ১৮ জানুয়ারি। এ ছাড়া ১৫ জানুয়ারির টিকিট দিয়েই দর্শকরা ১৬ জানুয়ারির খেলা উপভোগ করতে পারবেন।


তবে প্লে-অফের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারির মধ্যে এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স, ১৭ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস, ১৮ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেস ও রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস পরস্পরের বিপক্ষে মাঠে নামবে।


এর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বেফাঁস মন্তব্যের জেরে বিপিএল বয়কট করেন ক্রিকেটাররা। বিসিবি বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয়। যদিও আলোচনার মাধ্যমে শেষপর্যন্ত আলোর মুখ দেখল এই ফ্র্যাঞ্চাইজি লিগের ভবিষ্যৎ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com