
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ তিন সপ্তাহে পৌঁছেছে। এরইমধ্যে বিক্ষোভের জেরে সহিংসতায় অন্তত ৬৪৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্র-ভিত্তিক অধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, সোমবার শেষের দিকে তারা ৫০৫ জন বিক্ষোভকারী, ১১৩ জন সামরিক ও নিরাপত্তা কর্মী এবং পথচারীসহ ৬৪৬ জনের মৃত্যুর বিষয়টি যাচাই করেছে এবং আরও ৫৭৯ জনের মৃত্যুর খবর তদন্ত করছে।
২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ১০,৭২১ জনকে গ্রেফতার করার খবর জানিয়েছে সংগঠনটি। তবে, রয়টার্স স্বাধীনভাবে এই পরিসংখ্যান নিশ্চিত করতে পারেনি।
এদিকে, এইচআরএএনএ জানিয়েছে, তারা সোমবার তেহরানের বেহেশত জাহরা কবরস্থান থেকে প্রতিবেদন এবং ভিডিও পেয়েছে যেখানে নিহতদের পরিবারের সদস্যরা কবরস্থানে জড়ো হয়ে প্রতিবাদী স্লোগান দিচ্ছিলেন।
তবে, ইরান বিক্ষোভে সরকারি বাহিনীর মৃত্যুর খবর জানালেও বিক্ষোভকারীদের মৃত্যুর সঠিক সংখ্যা জানায়নি। এর আগে শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর খবর জানায় তেহরান।
এছাড়া কয়েকদিন থেকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় এবং গণমাধ্যমকে ঢুকতে না দেয়ায় হতাহত সম্পর্কে সঠিক ধারণা পাওয়া কঠিন হয়ে পড়ে বলে বিবিসি এক প্রতিবেদনে জানায়।
এদিকে, ইরান এই রক্তপাতের জন্য মার্কিন হস্তক্ষেপ এবং ইসরাইলি এবং মার্কিন-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করছে।
এর আগে বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত আছে বলে জানায় তেহরান। তবে তারা যুক্তরাষ্ট্রকে হামলা না চালিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।
ইরানে সম্প্রতি অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করে। মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় দেশটিতে। পরে সেই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে পৌঁছায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]