
পুলিশ সদরদপ্তরের প্রশাসনসহ (অ্যাডমিনিস্ট্রেশন) গুরুত্বপূর্ণ ছয়টি উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ৬ ডিআইজিকে বিভিন্ন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এই রদবদল করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, পুলিশ সদরদপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশনে এবং ডিআইজি তাপতুন নাসরীনকে হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।
এ ছাড়া আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টে, সারোয়ার মুর্শেদ শামীমকে লজিস্টিকসে, আতিকুর রহমানকে ফিন্যান্সে এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্টের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]