
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল করিমের অবস্থান নয় দিনেও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
২১ ডিসেম্বর, রোববার সন্ধ্যার পর সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব ও বিজিবির তরফে বলা হয়, ফয়সালকে ধরার ব্যাপারে তারা ‘সর্বোচ্চ চেষ্টা’ চালিয়ে যাচ্ছে।
ডেভিল হান্ট অভিযানের ‘ফেইস-২' এর সর্বশেষ তথ্য দিতে এ সংবাদ সম্মেলন ডাকা হলেও মূল বিষয় হয়ে উঠে হাদির হত্যাকাণ্ড।
এ বিষয়ে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম, বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোস্তাফিজুর রহমান, এআইজি (মিডিয়া) শাহাদাত হোসেন, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী হাদি নিজেদের অবস্থান তুলে ধরেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]