
প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে শান্তি আলোচনায় বসার জন্য ইউক্রেন এখনো প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোতে অনুষ্ঠিত নিজের বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পুতিন বলেন, ‘মস্কোর দৃষ্টিতে ইউক্রেন শান্তি আলোচনার জন্য বাস্তবিকভাবে প্রস্তুত নয়।’ তিনি জানান, ২০২৪ সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপিত নীতিমালার ভিত্তিতেই ইউক্রেনে চলমান সংঘাত শান্তিপূর্ণভাবে শেষ করতে রাশিয়া প্রস্তুত এবং আগ্রহী রয়েছে।
রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইউক্রেনে পুরো ফ্রন্টলাইনজুড়েই রুশ সেনারা অগ্রসর হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ভূখণ্ডে রুশ বাহিনীর অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘আমাদের সৈন্যরা পুরো সীমান্তজুড়ে অগ্রসর হচ্ছে, শত্রুপক্ষ সব দিকেই পিছু হটছে।’
এদিকে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মরদেহ বিনিময় সংক্রান্ত একটি তথ্য সামনে এসেছে। শুক্রবার ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে এক হাজারের বেশি মরদেহ ফেরত পেয়েছে কিয়েভ। মস্কোর দাবি, এসব মরদেহ ইউক্রেনের সেনাসদস্যদের, যারা রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন।
ইউক্রেনের যুদ্ধবন্দি বিষয়ক সমন্বয় সদরদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, আজ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। চিহ্নিত এক হাজার তিনটি ইউক্রেনীয় সেনাসদস্যের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]