
'রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি' ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তার জন্য সাময়িক সময়ের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র রক্ষী নিয়োগে নীতিমালা করেছে সরকার।
'রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা–২০২৫' শিরোনামে আজ সোমবার এ নীতিমালা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্বাচনকালীন সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন রোধ এবং রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সশস্ত্র বাহিনী গঠন প্রতিরোধ এই নীতিমালার উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, প্রকৃত নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ও সশস্ত্র রক্ষী নিয়োগ অনুমোদন এবং স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করাও এই নীতিমালার উদ্দেশ্য।
এর আগে গত শনিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার ব্যবস্থা করছে সরকার। পাশাপাশি রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অস্ত্রের লাইসেন্স চাইলে তাদের দেওয়া হবে। আর যেসব রাজনৈতিক ব্যক্তির লাইসেন্স সরকারের কাছে জমা রয়েছে, তারা চাইলে ফেরত দেওয়া হবে।
গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য আজ (সোমবার) দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
কারা লাইসেন্স ও রিটেইনার লাইসেন্স পাবেন
নীতিমালায় বলা হয়েছে, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে সরকার স্বীকৃত বর্তমান বা সাবেক উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে বোঝাবে। আর সংসদ সদস্য পদপ্রার্থী বলতে নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীকে বোঝাবে।
আর রিটেইনার অর্থ হচ্ছে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সংসদ সদস্য পদপ্রার্থী ব্যক্তির ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ও অনুমোদিত সশ্রস্ত্র ব্যক্তিকে বোঝাবে।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্যতা
নীতিমালায় বলা হয়েছে, সরকার স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করতে হবে। আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি আছে সেটি উপযুক্ত কর্তৃপক্ষ (প্রযোজ্য ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা) কর্তৃক যাচিই করে নিশ্চিত হতে হবে। শারীরিক ও মানসিক সক্ষমতা থাকিতে হইবে এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে।
কোন ধরনের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে
এই নীতিমালার আওতায় শুধু আত্মরক্ষার উদ্দেশ্যে সীমিত ক্যালিবারের (এনপিবি) অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। একাধিক অস্ত্রের লাইসেন্স অনুমোদন করা হবে না। অর্থাৎ, যাদের আগে লাইসেন্স আছে, তারা নতুন করে অস্ত্রের লাইসেন্স পাবেন না। এছাড়া এই নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় বা সামরিক অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে না।
মেয়াদ কত দিন
এই লাইসেন্সের মেয়াদ হবে আগামী সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পরে ১৫ দিন পর্যন্ত। তারপর এই লাইসেন্স স্বংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে অস্ত্রের লাইসেন্স পাওয়ার সাধারণ নিয়ম বা শর্ত পূরণ করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রুপান্তর করতে পারবে।
লাইসেন্সের মেয়াদ শেষের পরে কোনো ব্যক্তি ওই লাইসেন্সের বিপরীতে নেওয়া অস্ত্র নিজের কাছে রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
রিটেইনারের যোগ্যতা
রিটেইনারের যেসব যোগ্যতা লাগবে সেগুলো হলো, বাংলাদেশি নাগরিক ও ন্যূনতম বয়স ২৫ বছর; অপরাধমুক্ত ও পুলিশ ক্লিয়ারেন্স প্রাপ্ত; আগ্নেয়াস্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত (সশস্ত্র বাহিনী বা বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা অগ্রাধিকার পাবেন; সরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত মেডিকেল ফিটনেস সনদপ্রাপ্ত)।
নীতিমালায় বলা হয়েছে, একজন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পদপ্রার্থীর জন্য সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগ হবে; নির্দিষ্ট মেয়াদের পর রিটেইনারের মেয়াদও সমাপ্ত হবে।
নীতিমালায় বলা হয়েছে, রিটেইনারের অনুকূলে কোনো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হবে না। রিটেইনার কেবল আগ্নেয়াস্ত্র বহনকারী হবেন। অস্ত্র–সংক্রান্ত সব দায় লাইসেন্সধারীর ওপর বর্তাবে।
আচরণবিধি
এই নীতিমালার আওতায় আগ্নেয়াস্ত্র নিলে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। এ বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, অস্ত্র বহনকালে সর্বদা লাইসেন্স এবং অনুমোদন সঙ্গে রাখতে হবে; এই অস্ত্র ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন বা হয়রানি করা যাবে না; নিরাপত্তা ছাড়া অন্য কোনো কাজে বা উদ্দেশ্যে এই লাইসেন্সের আওতাভুক্ত অস্ত্র ব্যবহার করা যাবে না; এই লাইসেন্স এবং লাইসেন্সভুক্ত অস্ত্র হস্তান্তর করা যাবে না; প্রত্যেক লাইসেন্সধারীর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশ তাৎক্ষণিকভাবে পালন বাধ্যতামূলক হবে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]