
প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের নিয়ন্ত্রণভার নেওয়ার কথা জানিয়েছে দেশটির একদল সামরিক কর্মকর্তা।
রাজধানী বিসাউয়ে গুলির শব্দ শোনা যাওয়ার পর দেশটির সরকারের একাধিক সূত্র এমবালোকে আটকের কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
ওই সামরিক কর্মকর্তারা এরপর রাষ্ট্রীয় টিভিতে হাজির হয়ে বলেন, তারা নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করেছে। পশ্চিম আফ্রিকার এ দেশটিতে রোববারই প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল।
নাগরিকরা ফল জানার জন্য যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তখনই এ অভ্যুত্থানের খবর এল।
ক্ষমতার দখল নেওয়া সামরিক কর্মকর্তারা বলছেন, দেশকে অস্থিতিশীল করতে ‘এক সুপরিচিত মাদক ব্যবসায়ীর সহায়তায়’ কিছু রাজনীতিকদের ছক নস্যাতে তাদেরকে এই ব্যবস্থা নিতে হয়েছে। ওই রাজনীতিকদের নাম বলেনি তারা।
সামরিক কর্মকর্তারা গিনি-বিসাউয়ের সীমান্ত বন্ধ এবং দেশজুড়ে রাতের বেলা কারফিউও জারি করেছেন।
সেনেগাল ও গিনির মধ্যে অবস্থিত অভ্যুত্থানপ্রবণ দেশটি আগে থেকেই মাদক পাচারের হাব হিসেবে কুখ্যাত। দেশটির সেনাবাহিনী ১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই বেশ প্রভাবশালী।
বৃহস্পতিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার কথা ছিল। তবে তার আগেই এমবালো এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াজ উভয়েই নিজেদের জয়ী ঘোষণা করেন।
দিয়াজকে সমর্থন দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী দোমিঙ্গোজ পেরেইরা; নির্বাচনে অযোগ্য ঘোষিত হওয়ায় পেরেইরা নিজে লড়তে পারেননি।
বুধবার বিকালে এমবালো এক ফোন কলে ফ্রান্স ২৪-কে তার বিরুদ্ধে অভ্যুত্থানের খবর দেন।
“আমাকে উৎখাত করা হয়েছে,” বলেন তিনি।
সরকারের একাধিক সূত্র পরে বিবিসিকে জানায়, দিয়াজ, পেরেইরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী বোচে কান্দেকেও আটক করা হয়েছে।
সামরিক কর্মকর্তারা সেনাপ্রধান জেনারেল বিয়াগে না নতান ও তার সহকারী জেনারেল মামাদু তুরেকেও হেফাজতে নিয়েছে, বলেছে সূত্রগুলো।
অভ্যুত্থানের খবর শুনে আফ্রিকান ইউনিয়ন ও পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াসের নির্বাচন পর্যবেক্ষণকারী মিশনের নেতারা এক যৌথ বিবৃতিতে গিনি বিসাউয়ে ‘সশস্ত্র বাহিনীর দ্বারা অভ্যুত্থানের ঘোষণায় গভীর উদ্বেগ’ জানিয়েছেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]