
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেছে এক বন্দুকধারী। গুলি লাগা ওই দুজনের অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ থেকে মাত্র দুই ব্লক দূরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, শুধুমাত্র একজন হামলাকারী ওয়েস্ট ভার্জিনিয়ার দুই সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই সময় গুলির শব্দ শুনে ন্যাশনাল গার্ডের অন্য সেনারা এগিয়ে আসেন। তারা হামলাকারীকে গুলি করে নিবৃত করেন।
ঘটনার সময় ফ্লোরিডায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামলাকারী একজন আফগান নাগরিক। যিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে যান। হামলাকারীকে ‘কঠোরতম’ শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এছাড়া যেসব আফগান নাগরিক গত সরকারের সময় যুক্তরাষ্ট্রে এসেছে তাদের পুনঃপরীক্ষা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, “জো বাইডেনের শাসনামলে যেসব আফগান আমাদের দেশে এসেছে, আমাদের তাদের অবশ্যই পুনঃপরীক্ষা করতে হবে।”
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারীর নাম রহমানউল্লাহ লাকানওয়াল বলে জানা গেছে। ২৯ বছর বয়সী এ ব্যক্তি আফগানিস্তানের নাগরিক।
ওয়াশিংটনের মেট্রোপলিটান পুলিশের সহকারী প্রধান জেফ ক্যারোল বলেছেন, হামলাকারী এক কোণা থেকে এসেই সঙ্গে সঙ্গে সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলাকারীকে ন্যাশনাল গার্ডের অন্য সেনারা এতে অন্তত চারবার গুলি করে। এরপর তাকেও আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও তার অবস্থা গুরুতর নয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]