বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৫০
বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননের রাজধানী বৈরুরর দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবারের এই হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এবং বহু মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।


ইসরায়েল দাবি করেছে, ঘনবসতিপূর্ণ ওই এলাকায় চালানো হামলার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চিফ অব স্টাফ। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।


লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএএ জানিয়েছে, হামলার ফলে ভবন ও আশপাশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।


হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তাদের একজন জ্যেষ্ঠ কমান্ডারকে টার্গেট করে হামলাটি চালানো হয়েছিল। তবে তার পরিচয় গোপন রাখা হয়েছে। সংগঠনের কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, প্রতিরোধ আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে লক্ষ্য করা হয়েছে। ফলাফল এখনও স্পষ্ট নয়। এই হামলা স্পষ্টভাবেই রেড লাইন অতিক্রম করেছে।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, হামলার সরাসরি নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু নিজেই। যদিও দুই পক্ষের মধ্যে প্রায় এক বছর ধরে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।


ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, নয়তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় হামলা চালানো হয়। পরে সেখানে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


দক্ষিণ লেবাননে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা বাড়ছে। ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে হামলা চালাচ্ছে—দাবি করছে, এসব হামলা হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।


চুক্তি অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা থাকলেও তারা এখনো সীমান্তের পাঁচটি আউটপোস্টে অবস্থান বজায় রেখেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com