তীব্র শীত ও ভারী তুষারঝড়ে যুক্তরাজ্যে ব্যাপক বিপর্যয়
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৬
তীব্র শীত ও ভারী তুষারঝড়ে যুক্তরাজ্যে ব্যাপক বিপর্যয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাজ্যজুড়ে তীব্র শীত ও ভারী তুষারঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। দেশব্যাপী শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের জেরে বহু এলাকা গুরুত্বপূর্ণ এই পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


এমন অবস্থায় অনেক এলাকায় মানুষকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।


বার্তাসংস্থাটি বলছে, বৃহস্পতিবারের তীব্র শীত ও ভারী তুষারঝড়ে যুক্তরাজ্যজুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এর আগে বুধবার রাত থেকে তাপমাত্রা হঠাৎ কমে যেতে শুরু করে। এরপর আবহাওয়া দপ্তর একাধিক সতর্কতা জারি করে। তারা জানায়, পরবর্তী কয়েক ঘণ্টায় আবারও “থান্ডারস্নো” আঘাত হানতে পারে।


এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তুষার ও বরফের জন্য অতিরিক্ত ইয়েলো ওয়ার্নিং জারি রয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব স্কটল্যান্ডে একশোরও বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও আরও বেশ কিছু স্কুল বন্ধ হয়েছে।


স্থানীয় প্রশাসন জানিয়েছে, বরফাচ্ছন্ন রাস্তা ও ভারী তুষারপাতের কারণে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আবার অনেক স্কুল বিদ্যুৎ সমস্যার কারণে গরমের ব্যবস্থা চালু রাখতে না পারায় খুলে দেওয়া সম্ভব হয়নি।


ওয়েলসের পশ্চিমাঞ্চলে রাতে তুষার আর বরফ জমে যাওয়ার পর শত শত বাড়ি এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। উত্তর ইংল্যান্ডের কিছু অঞ্চলের জন্য আরও কঠোর অ্যাম্বার ওয়ার্নিং জারি করা হয়েছে, বিশেষ করে উত্তর ইয়র্কশায়ারে। সেখানে যাতায়াত বাধাগ্রস্ত হওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে।


যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বেশ কয়েকটি অঞ্চলে অ্যাম্বার কোল্ড-হেলথ অ্যালার্ট জারি করেছে। এতে ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার সতর্কতা আরোপ করা হয়েছে।


এদিকে আরও তিনটি নতুন ইয়েলো ওয়ার্নিং জারি করা হয়েছে, এগুলো শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে। কারণ ঠান্ডার এই প্রবাহ আরও কিছুদিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।


সংবাদমাধ্যম বলছে, গত রাতটি ছিল চলতি মৌসুমে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে সবচেয়ে শীতল রাত। অক্সফোর্ডশায়ারের বেনসনে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। ফলে দেশজুড়ে বিস্তীর্ণ এলাকায় তীব্র শীত আর ঘন কুয়াশা দেখা গেছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com