
গণভোট অনুষ্ঠান কীভাবে হবে, সে বিষয়ে আগে আইন তৈরি করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন। এদিন সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোটের প্রস্তুতি জানতে চাইলে সিইসি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন।
এখন পর্যন্ত সফলভাবে এগোতে পেরেছেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘রাজনৈতিক বাস্তবতা কি আপনারা জানেন? আমি সব খোলাসা করে বলতে চাই না। তবে এ বাস্তবতার হিটওয়েভ আমি এখানে বসে ফিল (অনুভব) করি।’
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘রাজনীতিবিদদের টাইম মেইনটেইন করানো একটু মুশকিল। আমার বয়স এখন ৭৩ এবং ছাত্রজীবন থেকে এদেশের রাজনীতি দেখছি। তখন মান্না ভাইকে (মাহমুদুর রহমান মান্না) নেতা হিসেবে পেয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ে স্যারের সঙ্গে কাজের সুযোগও পেয়েছি। আজ রাজনীতিবিদদের সঙ্গে ডিল করতে হচ্ছে। পাকিস্তান আমল থেকে এদেশের নির্বাচন দেখছি। বেসিক ডেমোক্রেসি থেকে শুরু করে সবকিছু নিয়ে আমাদের অভিজ্ঞতা কম নয়, নির্বাচন নিয়ে অভিজ্ঞতাও যথেষ্ট আছে।’
দেশের রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে সিইসি বলেন, শুধু আমাদের উচিত হবে এ দেশের রাজনৈতিক সামাজিক বাস্তবতাটা মেনে নিয়েই কিন্তু আমাদের চিন্তাভাবনাটা করতে হবে। রাজনৈতিক বাস্তবতাটা কি আপনারা জানেন? আমি আর খোলাসা করে বলতে চাই না। এগুলোর হিটওয়েভ আমি ফিল করি এখানে বসে। রাজনৈতিক বাস্তবতার হিটওয়েভটা আমাকে ফিল করতে হয়। কারণ এটা খুব মসৃন বাস্তবতা না এবং সামাজিক বাস্তবতাও সেরকম। এগুলা বিবেচনায় নিয়ে কিন্তু আমাদের এগোতে হচ্ছে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, সবদিক থেকে বাস্তবতা আছে, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের কাজ করতে হবে। সেই স্লোগানের স্থির ওয়েতে চলতে হবে, কম কথা কাজ বেশি। সেভাবেই মোটামুটি এগিয়ে যাচ্ছি, এ পর্যন্ত ইনশাআল্লাহ সাকসেসফুলভাবে এগোতে পেরেছি।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]