‘রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক, নিরাপত্তা ঝুঁকি নেই’
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৩:৩০
‘রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক, নিরাপত্তা ঝুঁকি নেই’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেয়া এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হলেও আজ পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। ঢাকায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


সোমবার (১৭ নভেম্বর) সকালে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এক ব্রিফিংয়ে এ কথা জানান।


তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা নিয়ে রাজধানী ঢাকায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এ নিয়ে পুলিশের ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারছেন।’


এসময় নজরুল ইসলাম আরও জানান, ডিএমপি কমিশনারের গুলি করার নির্দেশের বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ককটেল নিক্ষেপ করলেই গুলি নয়, আইনে আছে কোন পরিস্থিতিতে গুলি করতে হবে। আইন মেনেই গুলির কথা বলা হয়েছে।


চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে কিছুক্ষণ পরই।


এই রায়কে ঘিরে গত দুদিন রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটানো হলেও আজ পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। যানবাহনসহ ঢাকার সবকিছুই চলছে অন্যান্য দিনের মতো। বিভিন্ন সড়কে যানজট, আছে যাত্রীর চাপও।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com