
এবার মিরপুরসহ রাজধানীর আরও ৩ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মিরপুর-১২, গাবতলী ও বাংলামোটর এলাকায় পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে রোববার রাত ৯টা ৪০ মিনিটের দিকে গাবতলী এলাকায় ব্যাগে ভরে ৩টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এরমধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দু’টি অক্ষত রয়েছে। এ ঘটনায়ও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে এবং রাত ৯টার দিকে উপদেষ্টা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাসার সামনে পৃথক ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এরমধ্যে রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে হঠাৎ দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় প্রাইভেটকারে করে এসে দুর্বৃত্তরা মেট্রো স্টেশনের নিচে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, সেটি আমাদের থানার আওতায় পড়েনি। ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকায় পড়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]