ঢাকা ও আশেপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১:৪৮
ঢাকা ও আশেপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার জন্য ১২ প্লাটুন এবং রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলোর জন্য বাকি দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।


নির্দেশনা অনুযায়ী, আধা-সামরিক এই বাহিনীর সদস্যরা রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন। এর মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ধানমন্ডি-৩২, বিমানবন্দর, আবদুল্লাহপুর, কাকরাইল, শিশু একাডেমি, হাইকোর্ট এলাকা এবং আবরার ফাহাদ অ্যাভিনিউ।


উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে 'লকডাউন' কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


এছাড়া সম্প্রতি বেশকিছু দিন ধরে ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মূলত এই অস্থিরতার মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com