‘গণহত্যা’র প্রমাণ লুকাতে লাশ পোড়াচ্ছে আরএসএফ!
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৩
‘গণহত্যা’র প্রমাণ লুকাতে লাশ পোড়াচ্ছে আরএসএফ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘গণহত্যা’র প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ও গণকবরে পুঁতে ফেলছে সুদানের আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)— এমনটাই অভিযোগ তুলেছে দেশটির মেডিকেল সংস্থা ‘সুদান ডক্টরস নেটওয়ার্ক’। খবর আল জাজিরার।


রবিবার (৯ নভেম্বর) সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের এল-ফাশের শহরের রাস্তা থেকে আরএসএফ ‘শত শত মরদেহ’ সংগ্রহ করছে। গত ২৬ অক্টোবর শহরটি দখল করার পর এই গোষ্ঠী অপরাধ গোপন করার জন্য লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করছে।


বিবৃতিতে আরও বলা হয়, এল-ফাশেরে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি আরএসএফ কর্তৃক পরিচালিত একটি পূর্ণাঙ্গ গণহত্যার আরেকটি অধ্যায়।


তারা বলছে, আধা-সামরিক বাহিনীর এই কর্মকাণ্ড মৃতদেহ বিকৃত করা নিষিদ্ধ করে এবং মৃতদের সম্মানজনক দাফনের অধিকার নিশ্চিত করে এমন সব আন্তর্জাতিক ও ধর্মীয় নিয়মের স্পষ্টতই লঙ্ঘন।


আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, আরএসএফ সুদানের শেষ সামরিক ঘাঁটিটি দখলের পর ব্যাপক আকারে গণহত্যা, ধর্ষণ এবং নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে। আল-ফাশেরের মোট ২ লাখ ৬০ জনসংখ্যার ৮২ হাজার পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে অনেক বাসিন্দা এখনও আটকা পড়ে আছেন।


সুদানের রাজধানী খার্তুম থেকে আল জাজিরার হিবা মরগান বলেছেন, আল-ফাশেরের থেকে উত্তরের আল দাব্বাহ শহরে পালিয়ে আসার সময় অনেক লোক খাবার, পানির অভাবে অথবা গুলিবিদ্ধ হয়ে রাস্তায় মারা গেছেন।


তিনি আরও বলেন, পালিয়ে আসা ব্যক্তিরা আল জাজিরাকে জানিয়েছেন, তারা আরএসএফ যোদ্ধাদের পোস্ট করা সোশ্যাল মিডিয়া ভিডিওতে আত্মীয়দের মৃত্যুর খবর জানতে পেরেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com