ইরানে ইসরাইলের হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৫০
ইরানে ইসরাইলের হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানে ইসরায়েলের হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে তিনি দাবি করেছিলেন, ইসরায়েল একক সিদ্ধান্তে তেহরানে হামলা চালিয়েছিল।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইসরায়েল ইরানে প্রথম আক্রমণ করেছিল। ওই হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী। আমি সেই হামলার মূল দায়িত্বে ছিলাম।’


তিনি আরও বলেন, ‘ইসরায়েলের ইরানে হামলার প্রথম দিনটি ছিল অত্যন্ত অসাধারণ। কারণ অন্যান্য হামলার তুলনায় সেই দিন ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছিল।


গত ১৩ জুন বিনা উসকানিতে ইরানে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। হামলার প্রথম দিনেই ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল, পরমাণু বিজ্ঞানী ও অনেক বেসামরিক নাগরিক নিহত হন। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।


পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে ইসরায়েলের সঙ্গে যোগ দেয়। ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন বাহিনী।


তবে যুদ্ধের প্রথম দিকে ওয়াশিংটন জোর দিয়ে বলে যে, ইসরায়েল একক সিদ্ধান্তে হামলা চালিয়েছে। ওই অঞ্চলে মার্কিন সেনা ও তাদের স্বার্থের বিরুদ্ধে কোনো রকম প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকতে তেহরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্র।


ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আজ রাতে, ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নই এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ওই অঞ্চলে আমেরিকান বাহিনীকে সুরক্ষা দেওয়া।’


কাতারে একটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যেএকটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।


এরপর থেকে ট্রাম্প যুদ্ধের ফলাফলের কৃতিত্ব নিতে শুরু করেন। তিনি বহুবার দাবি করেছেন, আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করেছে। কিন্তু বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন তিনিই এই যুদ্ধের সূচনা করেছেন।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান নিজেদের পারমাণবিক স্থাপনার বর্তমান অবস্থা সম্পর্কে জনসাধারণের কাছে কোনো মূল্যায়ন প্রকাশ করেনি। তবে ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, দেশটির পারমাণবিক কর্মসূচি এখনও কার্যকর। মূলত গত কয়েক দশকে অর্জিত জ্ঞান ও প্রযুক্তির ওপর ভিত্তি করে এটি পরিচালিত হচ্ছে। তবে ইরানের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের কী অবস্থা তাও স্পষ্ট নয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com