‘বিমানবন্দরে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ মিথ্যা’
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২:৪৬
‘বিমানবন্দরে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ মিথ্যা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।


মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ‘ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, এই অভিযোগ সত্য নয়। যদি প্রমাণ মেলে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। রানওয়ের অ্যাপ্রোনে যে পণ্য স্তুপ করা রাখা হয়েছিল, যার কারণে ফায়ার সার্ভিস ঢুকতে পারে নাই তার দায় বিমান, ঢাকা কাস্টমস হাউস ও সিঅ্যান্ডএফ এজেন্টদের। নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে তা অপসারণ করা হবে।’


বেবিচক চেয়ারম্যান আরও বলেন, ‘সপ্তাহে একদিন ফায়ার ড্রিল করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আইকার আগুনের ক্ষেত্রে যে প্রোটোকল আছে তা সম্পূর্ণ মেনে চলে। আগুন লাগার পর ১৫টি ফ্লাইট ডাইভার্ট করা হয়। কার্গো অপারেশন একদিনের জন্য বন্ধ হয়নি। ৯ নম্বর গেট দিয়ে কার্যক্রম চালু আছে।’


আগুনের সূত্রপাত প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, আমদানি কুরিয়ার সার্ভিস থেকে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত। বিষয়টি আমরা নিশ্চিত নই। অনেকগুলো সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে।’


গত শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যদের প্রথমে ঢুকতে অনুমতি মেলেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী অনেকের। প্রায় আধা ঘণ্টার মতো ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে ছিল বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী কয়েকজন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com