পাকিস্তানে ট্রাক উল্টে একই পরিবারের ১৫ জন নিহত
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৩:৫৪
পাকিস্তানে ট্রাক উল্টে একই পরিবারের ১৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি ট্রাক উল্টে একই পরিবারের ১৫ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেশটির রেসকিউ সার্ভিস ১১২২ তথ্যে এক প্রতিবেদনে জানিয়েছেন সংবাদমাধ্যম দ্য ডন।


রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাফিকা গুল এক বিবৃতিতে বলেন, “বৃহস্পতিবার সকালে সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে একটি ট্রাক উল্টে যায়। এতে একই পরিবারের ১৫ জন নিহত হন এবং আরও আটজন আহত হন।”


তিনি জানান, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, নিহত পরিবারটি সোয়াতের বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা। তারা পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে।


দুর্ঘটনার পর রেসকিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।


মুখপাত্র শাফিকা গুল আরও বলেন, “দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সোয়াতে স্থানান্তর করা হয়েছে।”


প্রসঙ্গত, পাকিস্তানের মহাসড়কগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটে থাকে। বেপরোয়া গতি, ক্লান্ত চালক, গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব, দুর্বল সড়ক অবস্থা ও ট্রাফিক আইন প্রয়োগের দুর্বলতার কারণে এসব দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।


গত মাসেও খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খানে ব্রেকফেল হয়ে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হলে অন্তত ১১ জন নিহত ও তিনজন আহত হয়েছিলেন। এর আগে গত ১১ সেপ্টেম্বর মানসেহরায় একটি জিপ খাদে পড়ে দুই নারী নিহত ও চারজন আহত হন। তার দুদিন আগে হারিপুরে হাজারা মোটরওয়ে এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com