
রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিও।
রবিবার (১২ অক্টোবর) প্রধান উপদেষ্টার অবস্থান করা হোটেল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হব। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এসময় প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের তহবিল দরিদ্রদের স্বাস্থ্যসেবাসহ সামাজিক সমস্যা সমাধান করবে। পাশাপাশি যুব, কৃষক, মহিলা এবং মৎস্য শিল্পের সাথে জড়িতদের মধ্যে উদ্যোক্তা তৈরি করবে।
বৈঠকে তাঁরা বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের বিভিন্ন সম্ভাবনাময় বিষয় নিয়েও কথা করেন। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য শিল্প চালু, আম ও কাঁঠাল রপ্তানির সম্প্রসারণসহ নানা বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]