ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ২২:২৪
ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ, যা দেশের কূটনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক বিশাল সাফল্য এনে দিয়েছে। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশ ৩০-২৭ ভোটে শক্তিশালী প্রতিপক্ষ জাপানকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ পদটি নিশ্চিত করেছে।


অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুক স্ট্যাটাসে এই বিজয়ের খবর নিশ্চিত করেছেন।


মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে হারিয়ে এই অনন্য সম্মান অর্জন করেছে।


নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষ পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।


আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই বিজয়কে একটি বড় কূটনৈতিক সাফল্য এবং সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলন বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কিত নীতি নির্ধারণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হিসেবে বিবেচিত হয়।


নির্বাচনী প্রক্রিয়ার শুরুতে দক্ষিণ কোরিয়া ও ভারতও সভাপতি পদে প্রার্থী ছিল। তবে শেষ পর্যায়ে এসে তারা দুজনই নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়, ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও জাপানের মধ্যে।


ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন আগামী ৩০ অক্টোবর শুরু হতে যাচ্ছে এবং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে।


এ সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব লাভ করায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রভাব ও মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পাবে। এই দায়িত্ব পাওয়ায় বিশ্ব মঞ্চে বাংলাদেশের নেতৃত্বদানের সুযোগ তৈরি হলো, যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।


সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার পোস্টে বাংলাদেশের এই বিজয়কে দেশ ও জাতির জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন এবং এর সঙ্গে যুক্ত সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com