নির্বাচনে অনেক অপতথ্য ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: সিইসি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৪:০৩
নির্বাচনে অনেক অপতথ্য ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: সিইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে নতুন অনেক ইনিশিয়েটিভ নিয়েছি। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সোশাল মিডিয়ার অপতথ্য মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।


মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে সিইসি এসব কথা বলেন। আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাবাহিক সংলাপের তৃতীয় দিনে এই মতবিনিময় হচ্ছে।


তিনি বলেন, সংসদ নির্বাচনকে দেশের জন্য কিছু করার শেষ সুযোগ হিসেবে দেখছি। দেশের জন্য কিছু করতে এটাকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। কমিটমেন্ট- সুন্দর গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এটা ইসির একার পক্ষে সম্ভব নয়, সবার সহযোগিতা লাগবে। সবাইকে নিয়ে এগোতে হবে। এটাই শেষ সুযোগ। জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।


সিইসি বলেন, নির্বাচন নিয়ে নতুন অনেক ইনিশিয়েটিভ নিয়েছি। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সোশাল মিডিয়ার অপতথ্য মোকাবেলা করতে হবে।


সংলাপে উপস্থিত নির্বাচন বিশেষজ্ঞদের উদ্দেশে তিনি বলেন, মাঠে ময়দানে যারা কাজ করেছেন তাদের মুখ থেকে শুনবো। কীভাবে কীভাবে জালিয়াতি করা যায়; সে অভিজ্ঞতাও আপনাদের অনেকের আছে। আপনারা দীর্ঘদিন কাজ করেছেন ইসিতে, ইলেকশনকে ম্যানিপেুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার; আমাদের যাতে এ জিনিস না ঘটতে পারে সে পরামর্শ দেবেন।


সংলাপে নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে ইসির আটজন সাবেক কর্মকর্তা ও একজন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। সংখ্যায় কম হলেও তাদের কাছ থেকে গুণগত অভিজ্ঞতা চান সিইসি। তিনি বলেন, আপনারা এখানে কাজ করেছেন; প্র্যাকটিক্যালি জড়িত ছিলেন। আপনারা আমাদের চেয়ে বেশি জানেন। কোথায় কোথায় গ্যাপ থাকে; যেখানে ম্যানিপুলেট করার সুযোগ থাকে; গ্যাপগুলো যাতে বন্ধ করতে পারি।


সিইসি বলেন, আপনারা নির্বাচনের রিয়েল এক্সপার্ট, হাতে-কলমে কাজ করেছেন। আজ আমরা গর্বিত, আপনাদের পাশে পেয়েছি। সংস্কার কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়ন করেছি। আমাদের অনেক দায়িত্ব; স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা সেরে আমাদের হালকা করে দিয়েছে।


সংলাপে উপস্থিত নির্বাচন বিশেষজ্ঞের মধ্যে রয়েছেন- ইসির সাবেক কর্মকর্তা মো. জাকরিয়া, পর্যবেক্ষক সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান, ইসির সাবেক কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান, মো. নুরুজ্জামান তালুকদার, মিহির সারওয়ার মোর্শেদ, শাহ আলম, মীর মোহাম্মদ শাহজাহান, মিছবাহ উদ্দিন আহমদ, মো. শাহেদুন্নবী চৌধুরী এবং মাহফুজা আক্তার।


সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নিয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।


২৮ সেপ্টেম্বর রবিবার নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সংলাপ পর্ব শুরু করে ইসি। এ ধারাবাহিকতায় সোমবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দুই পর্বে এ আলোচনা চলে। মঙ্গলবার সকালে নির্বাচন বিশেষজ্ঞ ও দুপুরে নারী নেত্রীদের সঙ্গে এ মতবিনিময় হচ্ছে। এ সংলাপ এক থেকে দেড় মাস চলবে। নিবন্ধিত দলগুলোর সঙ্গেও চলতি মাসে বসার কথা রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com