
কক্সবাজারের টেকনাফের সমুদ্রপথ দিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আস্তানায় জড়ো করা ৮৪ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।অভিযানে কয়েকটি পাহাড়ে মানবপাচার চক্রের একাধিক আস্তানার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে বিজিবি।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত পর্যন্ত সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের আস্তানায় জড়ো করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান।
তিনি এক বিবৃতিতে বলেন, সম্প্রতি কক্সবাজারে ১০ জনের বেশি মানবপাচারকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের মূলহোতা, চক্রের সদস্য ও আস্তানা সম্পর্কে পাওয়া তথ্য ও নজরদারির ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে।
অভিযানে তিনটি অস্ত্র উদ্ধার ও একাধিক ব্যক্তিকে আটকের কথা জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে যেমন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রয়েছে, তেমনি বাংলাদেশি নাগরিকও রয়েছে। যাদের মালয়েশিয়ায় চাকরি দেওয়ার মিথ্যা ও অবৈধ প্রলোভন দেখানো হয়েছিল। অভিযান এখনও চলমান রয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর টেকনাফের কচ্ছপিয়ার গহিন পাহাড়ে একটি আস্তানা থেকে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৬৬ জনকে উদ্ধার করে নৌবাহিনী ও কোস্টগার্ড। সবমিলিয়ে গত চারদিনে মানবপাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার হওয়া মানুষের সংখ্যা ১৫০ জন।
চলতি বছরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে মোট ৬২ জন মানবপাচারকারীর আটক হওয়ার তথ্য জানিয়েছে বিজিবি। যার মধ্যে জুলাই মাসে ১৫ জন, আগস্টে ৪ জন এবং সেপ্টেম্বর মাসে (এ পর্যন্ত) ১৭ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]