জুলাই-অগাস্টে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২১ শতাংশ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০
জুলাই-অগাস্টে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২১ শতাংশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আহরণ ২০ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।


তবে জুলাই ও অগাস্টে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল, তা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর।


লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা পিছিয়ে থাকার তথ্য দিয়েছে কর আদায়ের এ সংস্থাটি।


একক মাস হিসেবে চলতি অর্থবছরের অগাস্টে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি হয় ১৭ দশমিক ৬৯ শতাংশ; এ সময় ২৭ হাজার ১৭৪ কোটি টাকা রাজস্ব আদায় করে এনবিআর।


এনবিআর বলছে, এবারও ভ্যাট খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। এ খাত থেকে দুই মাসে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ১৩ শতাংশ; আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। আগের অর্থবছরের এ সময়ে যা ছিল ১৬ হাজার ৮৫৪ কোটি টাকা।


এ খাতেই কেবল এনবিআর লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। ভ্যাট অনুবিভাগের জন্য লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল ২১ হাজার ৪০৯ কোটি ৬৮ লাখ টাকা।


পরিসংখ্যান বলছে, গত জুলাই-অগাস্টে কাস্টমস খাত থেকে আসে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা; প্রবৃদ্ধি ৬ দশমিক ৬১ শতাংশ।


আগের অর্থবছরের জুলাই-অগাস্টে আসে ১৬ হাজার ১৭৭ কোটি ৯৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ২১১ কোটি ৮ লাখ টাকা।


আয়করে প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ০৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অগাস্টে ১১ হাজার ৯৭৩ কোটি ১৩ লাখ টাকার বিপরীতে এবার এসেছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৩৭৯ কোটি ৫০ লাখ টাকা।


চলতি অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে এনবিআরের মাধ্যমে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com