
বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (বোটোয়া)-এর চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বনানী ক্লাবে উৎসবমুখর পরিবেশে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল মাহমুদ।
সভার শুরুতে গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন মাহবুব এ মওলা ফয়সাল। এতে গত বছরের বোটোয়া'র কার্যক্রম তুলে ধরেন সংগঠনের পরিচালক মো. বোরহান উদ্দিন।
আন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন টোয়াবের সাবেক সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ, বোটোয়'র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বাদশা, সৈয়দ এম. ইসলাম বুলু, বোটোয়া'র সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সৈয়দ গোলাম কাদির, মো: জহিরুল আলম ভূঁইয়া রোমান, বোটোয়া'র সহ-সভাপতি মোহাম্মদ ইফতেখার আলম ভূঁইয়া রাসেল, টোয়াবের সাবেক পরিচালক সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, মোহাম্মদ মহসিন ইকবাল, মোহাম্মদ শাহাদাত রশিদ আপন, মোহাম্মদ কামরুজ্জামান পলাশ।
উপস্থিত ছিলেন বোটোয়া'র পরিচালক আতাউর রহমান অনিক, একেএম কামরুজ্জামান, আব্দুর রশিদ, নাফিস আহসান চৌধুরী, ডা. মোহাম্মদ রাশেদুল হাসান, মো. কাউসারুল হক খান ডলার, রবিন লাল, মো. আবু ইউসুফ প্রমুখ।
তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সাফল্য তুলে ধরেন এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। সভায় গত বছরের কার্যক্রমের পর্যালোচনা, নতুন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ বার্ষিক সাধারণ সভায় সবচেয়ে গুরুত্ব আরোপ করে আইনগতভাবে বাংলাদেশি আউটবাউন্ড ট্যুর অপারেটররা কীভাবে সরকারি নিয়ম অনুযায়ী বৈদেশিক অপারেটরদের সঙ্গে টুর সম্পর্কিত লেনদেন করতে পারে। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশ কোন পদ্ধতিতে বিভিন্ন ধরনের পেমেন্ট কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ট্যুর ডেসটিনি অপারেটরের কাছে পাঠায় তা পর্যালোচনা করার আহ্বান জানান। উক্ত বিষয়ই দৃষ্টিপাত করে সদস্যবৃন্দ অতি দ্রুত বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও ভ্যাট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
বক্তারা বাংলাদেশের আউটবাউন্ড পর্যটন শিল্পের বর্তমান সম্ভাবনা ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির চ্যালেঞ্জ নিয়ে মতামত দেন। তারা সরকারের নীতি সহায়তা, প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্পের মানোন্নয়ন ও সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। বিশেষ করে আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশগ্রহণ, বিদেশি ট্যুর অপারেটরদের সঙ্গে নেটওয়ার্কিং এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। তারা আরও উল্লেখ করেন করোনা মহামারী পরবর্তী সময়ে বিশ্বে পর্যটন শিল্পের বিপর্যয় সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
এছাড়াও সভায় নতুন উদ্যোগ হিসেবে সদস্যদের জন্য ডিজিটাল বুকিং সিস্টেম চালু, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং আঞ্চলিক পর্যায়ে প্রচারণা কার্যক্রম পরিচালনা ও প্রান্তিক পর্যায়ে মেলার প্রস্তাব করেন। ভবিষ্যতে শিল্পের টেকসই উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
এছাড়াও সভায় সাংগঠনিক অগ্রগতি বজায় রাখতে সদস্যদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বোটোয়ার নেতারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের কার্যক্রম দেশের আউটবাউন্ড পর্যটন শিল্পকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]