মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:০৫
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।


মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা।


এর আগে সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টা পৌঁছান পুত্রাযায়ায়। সেখানে পারদানা পুত্রা ভবনে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী।


এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরকারীদের সঙ্গে সেই দেশের কূটনীতিক ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।


সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর স্থানীয় সময় সকাল ১০টার দিকে সেখানে আনোয়ার ইব্রাহীম ও ড. ইউনূসের একটি দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই নেতার একটি যৌথ সংবাদ সম্মলনে অংশ নেয়ার কথা রয়েছে।


এছারাও প্রধান উপদেষ্টা সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাঙালিদের সঙ্গে বেশ কয়েকটি সেশনে অংশ নেবেন। তিন দিনের এই সফরে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে, যার মাধ্যমে প্রতিরক্ষা, শ্রমবাজার, বিদ্যুৎ, জ্বালানি, রোহিঙ্গা সংকট সমাধানসহ বেশ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com