
সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় আন্দোলনের মাধ্যমে অসন্তোষ সৃষ্টি করার অভিযোগে এক গার্মেন্টস শ্রমিককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত শ্রমিকের নাম টিপু সুলতান। তিনি আশুলিয়ার নিশ্চিতপুরের নাসা গ্রুপের শ্রমিক।
পুলিশ জানায়, গার্মেন্টেস আন্দোলন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে তাকে আটক করা হয়। আটককৃত শ্রমিক ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পূর্ব মাদলা গ্রামের আবু হানিফের ছেলে।
সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে আজও আশুলিয়ার নাসা গ্রুপের সামনে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সড়িয়ে দেয়।
যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নাসা গ্রুপের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]