অর্থনীতিতে স্বস্তি এলেও আত্মতুষ্টির জায়গায় আসেনি: অর্থ উপদেষ্টা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২৩:৩১
অর্থনীতিতে স্বস্তি এলেও আত্মতুষ্টির জায়গায় আসেনি: অর্থ উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতি খাদের কিনারা থেকে ফিরে এসেছে। তবে এখনও নিরাপদ পাহাড়ের চূড়ায় পৌঁছায়নি। স্বস্তি এসেছে অর্থনীতিতে, কিন্তু এখনও তৈরি হয়নি আত্মতুষ্টির জায়গা। বাংলাদেশকে একটি সমতাভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র করতে চায় অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক খাতের বড় সংস্কারগুলো কিছুটা করে যেতে পারব আমরা। বাকিটা নির্বাচিত সরকার এসে করবে। সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থা এখন হতাশাজনক নয়। এমন কিছু আমরা করে যেতে চাই, যাতে পরের সরকার এসে বলতে না পারে আগের সরকারের সব ভুল ছিল।


১২ আগস্ট, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে অন্তর্বর্তী সরকারের এক বছরের অর্থনীতি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।


এতে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রমুখ।


অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নির্বাচিত সরকার অব্যহত রাখবে- এমন প্রতিশ্রতি রাজনৈতিক দলগুলো দিয়েছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে অর্থনীতির কিছু বেসিক সংস্কার করব। ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই জানুয়ারি পর্যন্ত স্বাভাবিক সংস্কার চালাতে পারব। রাজনীতিবিদদের আমরা বলেছি, এসব কাজে যদি তোমরা বাধা দাও, তাহলে এসব ঝামেলা তোমাদের সরকারের ওপর পড়বে। তারাও এসব সংস্কার কার্যক্রম অব্যহত রাখতে চায়। তবে কোনো সরকার যদি এসব যদি উলট–পালট করে দেয়, তাহলে ভালো কাজগুলো অব্যহত রাখতে জানগণ চাপ দেবে। তিনি আশা করেন দেশের স্বার্থে এসব সংস্কার কার্যক্রম রাজনৈতিক সরকারও অব্যাহত রখবে।


অর্থ উপদেষ্টা বলেন, বেসরকারিখাতে আস্থা ফেরানো এখনও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ফেব্রুয়ারিতে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর তারা কোন ধরনের নীতি গ্রহণ করে, তার ওপর বেসরকারি খাতের আস্থা ফেরার বিষয়টি নির্ভর করছে। সারা পৃথিবীটাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ট্রাম্প ইজ দ্য বিগেস্ট প্লেয়ার অব দ্য আনসারটেনিটি।


ব্যাংকখাতে এখনও সমস্যায় আছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘অনেক ব্যাংক এখনও আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য একটি ব্যাংককে অনেক টাকা দেওয়া হয়েছে, তারপরও ব্যাংকটি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। সেই টাকা কোথায় গেল, সেটিও আমরা দেখব।’


বিবার্তা/এসএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com