‘পুরুষেরা হাঁটুর বয়সী বিয়ে করলে বাহবা, নারীর বেলায় সমস্যা’
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮
‘পুরুষেরা হাঁটুর বয়সী বিয়ে করলে বাহবা, নারীর বেলায় সমস্যা’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বলেছেন, বয়সে কম পুরুষকে বিয়ে করা বা সম্পর্ক গড়লে নারীদের বেশি সমালোচনা করা হয়, অথচ পুরুষদের ক্ষেত্রে তা স্বাভাবিক হিসেবে দেখা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি তুলে ধরেন।


আরবাজ খানের সঙ্গে প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনের অবসান এবং অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মালাইকা বর্তমানে নতুন সম্পর্কে রয়েছেন বলে বলিউডে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, তার নতুন সঙ্গী ব্যবসায়ী হার্ষ মেহেতা। বয়সে তাদের পার্থক্য প্রায় ১৯ বছর। এ নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।


মালাইকা জানান, সমাজ একজন পুরুষের ব্যক্তিগত সিদ্ধান্তকে সহজভাবে গ্রহণ করলেও একই বিষয়ে নারীরা সমালোচনার মুখে পড়েন। তার দাবি, পুরুষরা বিচ্ছেদের পর নতুন সম্পর্কে গেলে তা প্রশংসা পায়, কিন্তু নারীর ক্ষেত্রে উল্টো প্রতিক্রিয়া আসে।


সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘আজ আমি যে অবস্থানে, সেখানে পৌঁছাতে আমার জীবনে কয়েকজন পুরুষের ভূমিকা ছিল। কিন্তু দেখা যায়, পুরুষরা বিচ্ছেদের পর নিজের মতো জীবন এগিয়ে নিলে সমাজ তা সহজভাবে নেয়, এমনকি প্রশংসাও করে। হাঁটুর বয়সী নারীকেও তারা বিয়ে করতে পারে- তাতেও বাহবা মেলে। কিন্তু একই কাজ কোনো নারী করলে সমালোচনা, প্রশ্ন ও কটাক্ষের মুখে পড়তে হয়। এসব প্রচলিত মানসিকতা বদলানো দরকার।’


বলিউডের সূত্র বলছে, গত কয়েক মাস ধরে হার্ষ মেহেতার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন মালাইকা। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। বিদেশ ভ্রমণেও তারা একসঙ্গে ছিলেন বলে সংবাদমাধ্যমে জানা গেছে। তাদের সম্পর্ক ঘিরে বলিউডে জল্পনা অব্যাহত রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com