
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর মামলা করেছেন তার মামা কুমকুম। এবার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন তিনি। পাশে চেয়েছেন ভক্তদের।
আগামী শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। তিনি সালমান শাহ ভক্তদের এই মানববন্ধনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সালমান ভক্তদের ভালোবাসায় আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। শেষ পর্যন্ত ভক্তদের পাশে চেয়েছেন কুমকুম।’
আলমগীর কুমকুম জানান, ‘শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আমরা একত্রিত হবো।’
উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মামলার নতুন মোড় নিয়েছে। সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন দেশে আছেন বলে জানিয়েছে পুলিশ। আদালতের নির্দেশে হত্যা মামলা করেছেন সালমানের মামা, যেখানে আসামি করা হয়েছে ১১ জনকে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]