
অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তহুরা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন শাওন। আবেগঘন এক পোস্টে তিনি লিখেছেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি—আমার মা বেগম তহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।’
শাওনের পোস্টে আরও জানানো হয়, তার মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।
তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন সবাই তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন।
বেগম তহুরা আলীর জন্ম ফেনীতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করেন।
রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি—১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় সংসদ সদস্য (ফেনী ও জামালপুর-শেরপুর আসন) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]