
বাবা হয়েছেন গায়ক মাহফুজ আনাম জেমস। গত বছরই জেমস বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। চলতি বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম।
এর আগে দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে বিচ্ছেদ হয়, সেটাও এক দশক আগে।
২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে নামিয়ার সঙ্গে জেমসের পরিচয়। লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে এ পরিচয় থেকে প্রণয় ও পরিণয়। জেমসের ব্যাপারে কোনো ধারণাই ছিল না নামিয়ার!
পরিচয়ের এক বছর পর গত বছরের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় বিয়ে করেন জেমস-নামিয়া। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম হয় জিবরানের। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর সন্তান নিয়ে দেশে ফেরেন তারা। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক করেছেন।
সন্তান জন্মের অনুভূতি প্রকাশ করে এক প্রতিক্রিয়ায় জেমস বলেন, ‘এ অনুভূতি অসাধারণ। কীভাবে প্রকাশ করব, ভাষা খুঁজে পাচ্ছি না। এটুকুই বলব, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দিয়েছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]