লেডি অ্যাকশনে ফিরছেন মাহি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৩:১৪
লেডি অ্যাকশনে ফিরছেন মাহি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রায় এক দশক পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।


‘অন্তর্যামী’ নামের এক সিনেমার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যে সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির।


ফেইসবুকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, "অন্তর্যামী একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। অন্তর্যামীকে 'অগ্নি-২' সিনেমার পরের গল্প বলা যেতে পারে। কিন্তু এই সিনেমা 'অগ্নি' না, কারণ অগ্নি ছিল প্রতিশোধের গল্প। আর অন্তর্যামী হল বেঁচে থাকার সংগ্রামের সিনেমা। তবে অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশন।"


সিনেমার গল্প নিয়ে প্রতিষ্ঠানটি লিখেছে, "'অন্তর্যামী' সিনেমার গল্প মাহি ও নয় বছরের শিশু মাবশুকে ঘিরে তৈরি হবে।"


আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবে ‘অন্তর্যামীর'। এরপর থাইল্যান্ড এবং সব শেষে শুটিং হবে বাংলাদেশে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।


২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন মাহি। প্রথম সিনেমা ব্যবসাসফল হওয়ার পর এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এই অভিনেত্রী করেছেন একাধিক সিনেমা। এর মধ্যে ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’ সিনেমা দিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল।


তবে ২০১৫ সালে জাজের সঙ্গে টানাপোড়েন শুরু হয় মাহির। ওই বছরেই জাজ থেকে বেরিয়ে যান তিনি।


জাজ থেকে বেরিয়ে অন্য প্রযোজকদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন মাহি। ২০২২ সালে মাতৃত্বকালীন ছুটিতে চলে যান তিনি। পরের বছর মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ফেরার কথা ছিল এই নায়িকার। এক দিন শুটিংও করেছিলেন।


কিন্তু প্রযোজকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ওই সিনেমা থেকে বেরিয়ে আসেন মাহি। এর মাঝে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com