
ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা সামান্থা রুথ প্রভু। তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত আইটেম গানটি ছিল পুষ্পা: দ্য রাইজ ছবির ‘ও আন্টাভা’।
সেখানে তার সাহসী এবং গ্ল্যামারাস উপস্থিতি বক্স অফিসে ঝড় তুলেছিল। কিন্তু অভিনেত্রী জানান, এই গানে পারফর্ম করা ছিল তার জন্য সীমা পরীক্ষার চ্যালেঞ্জ।
সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমি গানটিতে নেচেছিলাম নিজেকে প্রমাণ করার জন্য। আমি কখনও নিজেকে ‘আবেদনময়ী’ মনে করিনি, এমন চরিত্রে কেউ আমায় নেবে বলেও ভাবিনি। এটা ছিল আমার নিজের সীমা পরীক্ষা করার একটি সুযোগ।”
অভিনেত্রী জানান, গানটির শুটিং ছিল তার জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা। প্রথম শটের সময় তিনি ভয়ে কাঁপছিলেন, কারণ এই ধরনের চরিত্রে কাজ করার অভিজ্ঞতা তার ছিল না। তবু সাহস করে অংশ নিয়েছিলেন শুধু নিজের ভেতরের সংশয় ভাঙার জন্য।
সামান্থা বলেন, ‘আমি অনেক দিন ধরেই ভাবতাম, আমি যথেষ্ট ভালো নই, দেখতে সুন্দর নই, অন্য মেয়েদের মতো আত্মবিশ্বাসী নই। তাই এই পারফরম্যান্স ছিল নিজেকে প্রমাণের এক লড়াই।’
তিনি আরও যোগ করেন, জীবনে ও ক্যারিয়ারে সাফল্যের জন্য তিনি সবসময়ই নিজেকে অস্বস্তিকর ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছেন। তার মতে, নিজেকে চ্যালেঞ্জ না করলে উন্নতি সম্ভব নয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]